ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

ইউসেপের উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির ৪র্থ সভা রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হয়।

ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির চেয়ারপারসন এবং ট্রাইকোন প্রোপাইট্রিজ এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসমাউল হোসনা-এর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।

সভায় কমিটির ভাইস-চেয়ারপারসন জামিলা আফসারি প্রিতিসহ কমিটির সদস্যবৃন্দ এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির জয়েন্ট সেক্রেটারী খোন্দকার ফরিদ আহম্মেদ, এরপর প্রেজেন্টেশনের মাধ্যমে ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকাণ্ড আলোচনা করেন।

উক্ত সভার আলোচনায় ইউসেপ এর পক্ষ থেকে জানানো হয় জানুয়ারি থেকে আগস্ট ২০২৫ পযর্ন্ত ইউসেপ রাজশাহী এখন পর্যন্ত ১৭৫ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে, যার মধ্যে প্রায় ৫৯ জন ব্যবসা শুরু করেছে। আগামী ডিসেম্বর-২০২৫ এর মধ্যে ৩টি ব্যাচে আরও ৭৫ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই প্রশিক্ষণ রাজশাহীর যুব-যুবাদের কর্মসংস্থানেও বিশেষ ভূমিকা রাখবে। সভায় ইউসেপ-বাংলাদেশ-এর উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে রাজশাহীর বেকার যুবাদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।