ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

সাগরিকা ও মনির হ্যাট্রিকে রংপুর-ময়মনসিংহ জয়ী

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 10:15 pm

অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ:

স্পোর্টস ডেস্ক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে দুপুরে অনুষ্ঠিত খেলায় সফররত রংপুর সাগরিকার হ্যাট্রিকের সুবাদে ৫-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সাগরিকা ৪ ও মনি ১টি গোল করে। বিকালে দ্বিতীয় খেলায় ময়মনসিংহ মনির হ্যাট্রিকের সুবাদে ৬-০ গোলে খাগড়াছড়ি জেলা নারী দলকে হারায়।

বিজয়ী দলের পক্ষে মনি ৫ ও রিমি ১টি করে গোল করে। খেলা পরিচালনা করেন রেফারী মাহফুজা ও সোহানা। তাদের সহযোগিতা করেন শাহীন, সোনিয়া ও তাসফিয়া। আজকের খেলায় বি-গ্রুপে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা জেলা নারী ফুটবল দল অংশ নেবে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা। এর আগে তিনি অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। খেলায় জয় পরাজয় আছে তাই বলে ভেঙে পড়লে চলবে না। সকল খেলোয়াড়কে মনোযোগ সহকারে নিয়ম মেনে খেলতে হবে। তবেই একজন ভালো ফুটবলার হিসেবে গড়ে দেশের জন্য সম্মান বয়ে আনা যাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা উইং কমিটির সদস্য বাবুরাম ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।