লালপুরে এক্সিম ব্যাংকে গ্রাহক সেবা উপলক্ষে আলোচনা সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপনকে সামনে রেখে নাটোরের লালপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাখা ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এক্সিম ব্যাংক লালপুর শাখার ম্যানেজার আমিন আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মাসুদ রানা, শাখার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত গ্রাহকবৃন্দ।
সভায় গ্রাহক এ কে আজাদ সেন্টু, আবু মান্নাফ টুটুলসহ গ্রাহকরা অংশগ্রহণ করেন।