ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 10:53 pm

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ স্লোগানে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কল্পনা রায়।

বক্তব্য দেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, পরিবর্তন রাজশাহীর পরিচালক ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য রাশেদ রিপন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগের পরিচালক অ্যাডভোকেট দিল সিতারা চুনি, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, আনু পাহাড়ি, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার এবং মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাইরা সিদ্দিকা, সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবুসহ উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার প্রতিকার না হলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মক হুমকির মুখে পড়বে। তাঁরা আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বক্তাদের মতে, একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করার চেষ্টা করছে। এ জন্য পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তাঁরা।