বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বি.সি.এস. পরীক্ষা এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) বিষয়ে পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।