নগরীতে তিনদফা দাবিতে নেসকো কার্যালয়ের সামনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: তিনদফা দাবিতে রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির নেসকো প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার ‘রাজশাহী সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন।
তাদের দাবিগুলো হলো- ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য অভিন্ন স্বল্পমূল্য নির্ধারণ এবং গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ অবিলম্বে বাতিল করা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তি ও জনদুর্ভোগ সৃষ্টি করছে। সরকারি অফিসগুলোতে যেখানে পোস্ট-পেইড মিটার চালু রয়েছে, সেখানে সাধারণ জনগণের ওপর জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। একই সঙ্গে তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল নেসকো কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে বলা হয়, ‘আগে টাকা পরে বিদ্যুৎ’ এই নীতি রাজশাহীবাসী মানবে না। প্রিপেইড মিটারে মাঝে মধ্যে ভুতুড়ে বিল আসে, রিচার্জের পর ইউনিট যুক্ত না হওয়ার মতো কারিগরি ত্রুটি দেখা দেয় এবং সার্ভার সমস্যার কারণে মিটার অকেজো হয়ে পড়ে।
এ ছাড়া রিচার্জের সময় অতিরিক্ত ভ্যাট ও সার্ভিস চার্জ কেটে নেওয়া হচ্ছে, যা গ্রাহকদের বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে বয়স্ক ও অশিক্ষিত মানুষের জন্য এই মিটার ব্যবহার জটিল হয়ে পড়েছে।
এ সময় ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।