ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে তেল কম দেয়ায় তিন পেট্রোল পাম্পকে জরিমানা

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 11:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাণে প্রতারণার দায়ে তিনটি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। অভিযানের সময় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- শ্রীমন্তপুর এলাকার মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, প্রোপাইটর আবুল কাশেম: জরিমানা ৫ হাজার টাকা। রামনগর এলাকার মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, প্রোপাইটর আতাউর রহমান: জরিমানা ১০ হাজার টাকা। জৈটাবটতলা এলাকার মেসার্স এস.আর ফিলিং স্টেশন, প্রোপাইটর রবিউল ইসলাম: জরিমানা ১০ হাজার টাকা।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেয়া হবে না। সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। তিনি আরও জানান, বাজারে অসাধু ব্যবসায়ী যাতে প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিএসটিআই ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিয়মিত নজরদারি চালাবে।