ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, September 15, 2025 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ’ সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।