নওহাটায় জামায়াত মনোনিত প্রার্থীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সরব হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
নির্বাচনি গণসংযোগের অংশ হিসেবে সোমবার তিনি নওহাটা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভোট ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাদের নানা সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,“রাজশাহী-৩ আসনকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে রূপ দিতে চাই। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা কাজীমুদ্দীন, নায়েবে আমির রফিকুল ইসলাম, সহকারী সম্পাদক মশিউর রহমান, পৌর শ্রমিক সংগঠনের সভাপতি আজাহার উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। গণসংযোগে নেতৃবৃন্দ জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।