ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় ব্রিগেডিয়ার জহুরুলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • আপডেট: Monday, September 15, 2025 - 9:00 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার বিকালে বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি তার রাজনীতিতে আসার মূল কারণ ও নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন।

বক্তব্যে জহুরুল আলম বাবু বলেন, সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে তার কাঙ্খিত পদোন্নতি হয়নি। মতবিনিময় সভায় তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গনিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা মাস্টার জয়নাল হক, আমজাদ হোসেন, কৃষকদল নেতা আব্দুল আলিম, জেহের আলী, মৎসজীবীদল নেতা শাহীন আলম, সাবেক উপজেলা যুবদল সভাপতি শহীদুজ্জামান মুকুল, যুগ্মসম্পাদক দুলাল উদ্দিন, আউচপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা শাহ আলম ও ছাত্রদলনেতা জহুরুল ইসলাম প্রমুখ।