ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব

প্রেস বিজ্ঞপ্তি: ন্যাশনাল ব্যাংকের রাজশাহী শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রেজওয়ানুল হক আঞ্চলিক প্রধান, ন্যাশনাল ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমা আক্তার জাহান, প্রধান শিক্ষক রাজশাহী বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদ রাজশাহী।
সভাপতিত্ব করেন কমল কুমার নন্দী, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক ন্যাশনাল ব্যাংক, পিএলসি রাজশাহী শাখা। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আধুনিক ব্যাংকিং-এর সাথে তরুণ প্রজন্মের সেতুবন্ধন; ক্যাশলেস ব্যাংকিং এবং ব্যাংকিং সেক্টরের অন্যান্য সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী মহানগরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক শিক্ষক-শিক্ষিকা, উদীয়মান তরুণ ব্যবসায়ীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।