ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের উদ্যোগে সংস্কার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও সকল গণহত্যার বিচারের দাবিতে সোমবার নগরীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিল মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার জিরোপয়েন্ট হতে শুরু করে মনিচত্ত্বর ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় সাহেব বাজার জিরোপয়েন্টে পৌঁছে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর মোঃ ফয়সাল হোসেন মনি, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা আবুল বাশার, সভাপতি, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা নয়ন ইসলাম, সভাপতি ইসলামে যুব আন্দোলন রাজশাহী মহানগর হাসিবুর রহমান প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে সকল নিহতের বিচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান। তারা বলেন, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি বিএনপি’র শাসনও দেখেছি কেউই বাংলাদেশে শান্তি কায়েম করতে পারেনি। ইসলাম হল শান্তির ধর্ম একমাত্র ইসলামী শাসনের মাধ্যমেই বাংলাদেশে শান্তি কায়েম করা সম্ভব। ইসলাম ছাড়া দূর্নীতি ও অপরাজনীতি দূর করা সম্ভব নয়।
শেষে কর্মসূচি হিসেবে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।