অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ চূড়ান্ত পর্বের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে।
চূড়ান্ত পর্বের খেলায় দুই গ্রুপে ৮টি জেলা নারী দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলি যথাক্রমে এ-গ্রুপে স্বাগতিক রাজশাহী, খাগড়াছড়ি, ময়মনসিংহ, রংপুর ও বি- গ্রুপে ঠাকুরগা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও মানিকগঞ্জ জেলা নারীদল অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী দিনে দুপুরে এ- গ্রুপের খেলায় স্বাগতিক রাজশাহী ও সফররত রংপুর এবং বিকালে ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলা নারী দল অংশ নেবে।