ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ২:৩৮ পূর্বাহ্ন

রাকসু নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ, শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণাও

  • আপডেট: Saturday, September 13, 2025 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। রোববার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণাও শুরু করতে পারবেন।

রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে লড়বেন ২৫৯ জন। এখন পর্যন্ত মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছেন সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন। এছাড়াও সিনেটের পাঁচ পদের বিপরীতে রয়েছেন ৬১ জন। এবারের রাকসু নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগ বাদে ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সাবেক সমন্বয়ক, বাম ছাত্র সংগঠন, স্বতন্ত্র মিলিয়ে ৯টি প্যানেল হয়েছে। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ব্যতীত অন্যরা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি।

এসব প্যানেলের শীর্ষ নেতৃত্ব সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মোট ২৭ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ছয়জন। শীর্ষ পদে রাজশাহী বিভাগের প্রার্থীর সংখ্যা বেশি দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের শিক্ষার্থী বেশি থাকলেও প্রার্থিতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা। তবে, শীর্ষ পদে সিলেট বিভাগ ব্যতীত অন্য সব বিভাগের প্রার্থী আছেন।

ঘোষিত নয়টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১-অপ্রতিরোধ্য ২৪’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

রাকসুতে রাজশাহী বিভাগ থেকে ভিপি প্রার্থী হয়েছেন চারজন। এ ছাড়া জিএস ও এজিএস পদে দুইজন করে এই বিভাগ থেকে মোট ৮ জন প্রার্থী হয়েছেন। যা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে স্থানীয় প্রভাব নির্দেশ করে। চট্টগ্রাম বিভাগ থেকে তিনজন ভিপি, একজন জিএস ও দুইজন এজিএস প্রার্থী হয়েছেন। খুলনা বিভাগ থেকে চারজন এবং ঢাকা ও রংপুর বিভাগ থেকে তিনজন করে প্রার্থী আছেন। এই নির্বাচনে প্রার্থীদের জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী বিভাগ থেকে সর্বাধিক ৮ জন প্রার্থী রয়েছেন, যেখানে রাজশাহী জেলা থেকে ৩ জন, পাবনা থেকে ২ জন, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে ১ জন করে প্রার্থী রয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে ৬ জন প্রার্থী রয়েছেন, যেখানে নোয়াখালী ও কুমিল্লা থেকে ২ জন করে এবং কক্সবাজার ও চট্টগ্রাম থেকে এক জন করে প্রার্থী আছেন। খুলনা বিভাগ থেকে ৪ জন (কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা থেকে ১ জন করে), ঢাকা বিভাগ থেকে ৩ জন (মাদারীপুর, টাঙ্গাইল, ঢাকা থেকে ১ জন করে), এবং রংপুর বিভাগ থেকে ৩ জন (দিনাজপুর থেকে ২ জন, নীলফামারী থেকে ১ জন) প্রার্থী রয়েছেন। ময়মনসিংহ বিভাগ থেকে ২ জন (ময়মনসিংহ ও শেরপুর থেকে ১ জন করে) এবং বরিশাল বিভাগ থেকে মাত্র ১ জন (ভোলা) প্রার্থী রয়েছেন।

২৭ জন প্রার্থীর মধ্যে আরবী বিভাগ থেকে সর্বাধিক ৪ জন প্রার্থী রয়েছেন। আইন, ইসলামিক স্টাডিজ, দর্শন, সমাজকর্ম এবং চারুকলা অনুষদ থেকে ২ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া, লোকপ্রশাসন, সঙ্গীত, অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন, প্রাণরসায়ন, পরিসংখ্যান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ম্যাটেরিয়াল সায়েন্স, বাংলা, পপুলেশন সায়েন্স, উর্দু, ফোকলোর, নাট্যকলা এবং ফলিত রসায়ন বিভাগ থেকে ১ জন করে প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শহিদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির। তার বাড়ি মাদারীপুর। তিনি শাখা ছাত্রদলের সহসভাপতি।

জিএস পদে লড়বেন ২০১৭-১৮ সেশনের আরবী বিভাগের ও শহিদ হবিবুর রহমান হলের শিক্ষার্থী নাফিউল জীবন। তার বাড়ি রাজশাহী। তিনি শাখার দপ্তর সম্পাদক। এজিএস পদে লড়বেন কুষ্টিয়ার জাহিন বিশ্বাস এষা। তিনি সঙ্গীত বিভাগের ও রহমতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী।

তিনি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে দাঁড়িয়েছেন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশন ও সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রশিবিরের সভাপতি।

জিএস পদপ্রার্থী সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি ফাহিম রেজার বাড়ি দিনাজপুর। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের এবং শহিদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। এজিএস পদে লড়বেন ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি ও শিবিরের ছাত্র অধিকার বিভাগের দায়িত্বশীল এস এম সালমান সাব্বির। তাঁর বাড়ি রাজশাহী। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের এবং শেরে বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থী।

২১ সদস্যবিশিষ্ট সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলে ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক তাসিন খান। তার বাড়ি রাজশাহী। তাসিন খান রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের এবং রোকেয়া হলের শিক্ষার্থী।

জিএস পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাজন আল আহমেদ লড়বেন। তার বাড়ি নোয়াখালী এবং তিনি সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থী। এজিএস পদপ্রার্থী সাবেক সমন্বয়ক মাহাইর ইসলামের বাড়ি ভোলা। তিনি আরবী বিভাগের ২০২১-২২ সেশনের ও শহিদ জিয়াউর রহমান হলের ছাত্র।

১৮ সদস্যবিশিষ্ট আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। কুমিল্লার সজীব সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের এবং শহিদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। জিএস পদে লড়বেন সাবেক সমন্বয়ক ও খুলনার সালাউদ্দিন আম্মার।

তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের এবং মাদার বখশ হলের শিক্ষার্থী। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব। তার বাড়ি কক্সবাজার। তিনি আইন বিভাগের ২০১৯-২০ সেশনের এবং মাদার বখশ হলের শিক্ষার্থী।

১৬ সদস্যবিশিষ্ট সাত বাম ছাত্রসংগঠনের প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল। তার বাড়ি কুমিল্লা। তিনি দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের এবং মতিহার হলের ছাত্র। জিএস পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদের বাড়ি নাটোরে।

তিনি আইন বিভাগের ২০২০-২১ সেশনের এবং মাদার বখশ হলের ছাত্র। এজিএস পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকারের বাড়ি ময়মনসিংহ। তিনি বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের এবং শহিদ শামসুজ্জোহা হলের ছাত্র। ১৯ সদস্যবিশিষ্ট রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাবেক সমন্বয়ক মেহেদী মারুফ। তার বাড়ি বগুড়া।

তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের এবং শহিদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। জিএস পদে লড়বেন উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান। টাঙ্গাইলের আফরিন উর্দু বিভাগের ২০১৮-১৯ সেশনের এবং মন্নুজান হলের ছাত্রী। এজিএস পদপ্রার্থী ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভর বাড়ি শেরপুর। তিনি ফোকলোর ও সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের এবং বিজয়-২৪ হলের ছাত্র।

ছাত্র ইউনিয়নের একাংশের ৮ সদস্যবিশিষ্ট প্যানেলের নাম ‘অপরাজেয় ৭১- অপ্রতিরোধ্য ২৪’। এতে ভিপি পদে লড়বেন শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া। তার বাড়ি পাবনা। তিনি নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের এবং মতিহার হলের ছাত্র। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দিনাজপুরের পরমা পারমিতা।

তিনি চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের এবং রোকেয়া হলের ছাত্রী। এজিএস পদে লড়বেন চারুকলা অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদ। নোয়াখালীর সানজিদ শহিদ জিয়াউর রহমান হলের বাসিন্দা। ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সদস্য ১৩ জন। ভিপি পদে লড়বেন সংগঠনের সভাপতি মাহবুব আলম। তার বাড়ি পাবনা।

তিনি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ সেশনের এবং মতিহার হলের ছাত্র। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সহসভাপতি ও বাগেরহাটের বাসিন্দা শরিফুল ইসলাম শরীফ। তিনি আরবি বিভাগ ২০২০-২১ সেশনের এবং শাহ্ মখদুম হলের বাসিন্দা। এজিএস পদে লড়বেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জের পারভেজ আকন্দ। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের এবং শহীদ শামসুজ্জোহা হলের ছাত্র। ৬ সদস্যবিশিষ্ট স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি পদে লড়বেন তৌহিদুল ইসলাম।

তার বাড়ি চট্টগ্রাম। তিনি দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের এবং শহীদ শামসুজ্জোহা হলের ছাত্র। জিএস প্রার্থী নুসরাত জাহান নূপুরের বাড়ি চুয়াডাঙ্গা। তিনি আরবী বিভাগের ২০১৯-২০ সেশনের এবং বেগম খালেদা জিয়া হলের ছাত্রী। এজিএস প্রার্থী জান্নাত আরা নওশীনের বাড়ি ঢাকা। তিনি সমাজকর্ম বিভাগের ২০২১-২২ সেশনের এবং জুলাই-৩৬ হলের বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, রোববারের মধ্যে চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করা হবে। প্রার্থীরা রোববার থেকে নিজেদের প্রচারণা করতে পারবেন। প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর; একই দিন শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।