মোহনপুরে ইউএনও আয়েশা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি তিনি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক পদে পদোন্নতি পাওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌর প্রশাসক জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সরকারি প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সাগর আহমেদ ও মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা ইউএনও আয়েশা সিদ্দিকার কর্মদক্ষতা, সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।