রাণীনগরে ভ্যানের চাপায় শিশু নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাস্তা পারা-পারের সময় অটো চার্জার ভ্যানের নিচে চাপা পরে সাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলগেট এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু নওগাঁ সদর উপজেলার মকরামপুর মহল্লার হাসান আলীর ছেলে। জানা গেছে, শিশু সাখাওয়াত হোসেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে তার নানা মুঞ্জ হোসেনের বাড়িতে বেড়াতে আসে।
ওই দিন সকালে পেট্রোল পাম্পের অদূরে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে ভ্যানের নিচে চাপা পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান বলেন, এ ঘটনার পরপরই পরিবারের লোকজন শিশুর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।