ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৫ - ৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে কৃষকের মাঝে মাসকলাই বীজ-রাসায়নিক সার বিতরণ

  • আপডেট: Thursday, September 11, 2025 - 9:00 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, মাসকলাই খুবই লাভজনক শস্য। চরাঞ্চলে সবচেয়ে বেশি চাষাবাদ হয় এ ফসল।

জমি চাষ না করেও পরিত্যক্ত জমিতে মাসকলাই চাষ করা যায়। বিশেষ করে অনাবাদি পদ্মার চরে অর্থকারী ফসল মাসকলাইসহ সব ধরণের ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে সরকারিভাবে সহযোগিতা করা হবে কৃষকদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদিসহ অন্যরা।

খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি রাসায়নিক সার দেয়া হয়। এছাড়া সোনামসজিদ, কিরণগঞ্জ ও মাসুদপুর বিজিবি ক্যাম্পে নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।