ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৫ - ১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

গ্রাম আদালতের অগ্রগতি বিয়য়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, September 11, 2025 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপ-পরিচালক (স্থানীয় সরকার) জাকিউল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৯ উপজেলা নির্বাহী অফিসার, জেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ, ইউএনডিপি প্রজেক্ট কো-অর্ডিনেশন এনালিস্ট শংকর পাল, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক লুৎফর রহমানসহ ৯ উপজেলা সমন্বয়কারী।

আলোচনায় গ্রাম আদালতের অগ্রগতি চ্যালেঞ্জ, শিক্ষনীয় বিষয়, গ্রাম আদালত সক্রিয়করণে পদক্ষেপ সমূহ, পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।