ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৪:১৫ পূর্বাহ্ন

সোনামসজিদে সরকারি জমিতে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:15 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন সোনামসজিদ এলাকায় সরকারি জমিতে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ভেঙে ফেলা হয়েছে সরকারিভাবে নির্মিত যাত্রী ছাউনি। আর প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। ফলে নেই কোন প্রতিকার।

শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামসজিদ এলাকার এক নম্বর খাস খতিয়ানের ৪৭২ নম্বর দাগের রাস্তার ২৫ শতক ও ৪৭৩ নম্বর দাগের ৫ একর ৪৯ শতক জমির উপর থাকা পুকুর পাড় দখল করে স্থায়ীভাবে ১৫-২০টি দোকান ঘর, হোটেল ও কয়েকটি বাড়ি নির্মাণ করা হয়েছে।

এর মধ্যে কোন কোন দোকান ঘর প্রায় ৪০ বছরের পুরনো। আবার কিছু কিছু নতুন দোকান নির্মাণ করা হয়েছে। এতে পুকুর পাড় ও রাস্তা মিলে কয়েক বিঘা জমি বর্তমানে বেদখল হয়ে আছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় বাসিন্দা আবু বাক্কার পুকুর পাড়ে রাস্তার জমি দখল করে নতুন দোকান ঘর নির্মাণ করছে। তার সামনে যাত্রী ছাউনির আংশিক ভেঙে ফেলেছেন আবু বাক্কার অভিযোগ স্থানীয়দের। দক্ষিণ পাশে আরো একটি স্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কাজ প্রায় শেষ করেছে। যাত্রী ছাউনির উত্তরে একটি হোটেল ও আরো কয়েকটি স্থায়ী দোকান ঘর নির্মাণ করা হয়েছে।

উত্তরে কয়েকটি বাড়িও আছে। নতুন দোকান মালিক আবু বাক্কার বলেন, আমি যাত্রী ছাউনি ভাঙেনি। শুধু আবর্জনা পরিস্কার করে বসার উপযোগী করেছি। তিনি আরও বলেন, আমি একজন গরীব মানুষ। প্রায় ৪০ বছর ধরে এখানেই কাঠের দোকান করে ব্যবস্থা করছিলাম। কাঠের দোকানটি ভেঙে যাবার কারণে ছোট করে ইট দিয়ে দোকান ঘর তৈরির কাজ শুরু করেছি। বাকি দোকানিদের প্রায় একই ভাষ্য।

স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিল্পী বেগম বলেন, খাস জমির ওপর কয়েকজন গরীব মানুষের দোকান ঘর ও কয়েকটি বাড়ি আছে। তারা অনেকদিন থেকে বসবাস ও দোকানদারী করে আসছে। শাহাবাজপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, আমি একাধিকবার দোকন ঘর সরাতে নোটিশ দিয়েছি।

এমনকি নতুন করে দোকানঘর তৈরি করতে নিষেধ করেও তারা শুনেননি। এছাড়া যাত্রী ছাউনিটি পুনরায় মেরামত করার জন্য আবু বাক্কারকে বলেও কর্ণপাত করেননি। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সরকারি জমির ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দেয়া হয়েছে নোটিশ। যাত্রী ছাউনি ভেঙে ফেলার ঘটনায় থানায় মামলা করা হবে।