ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৪:৪৫ পূর্বাহ্ন

রাজশাহী-নওগাঁ মহাসড়কে খড় লোড-আনলোডের ঝুঁকি

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:25 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিনই এ সড়কে যানজট লেগেই থাকে। বিশেষ করে বুধবার ও শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলাধীন মহাসড়কের পাশে একাধিক হাট বসার কারণে যানজট ও ভোগান্তি চরম আকার ধারণ করে।

এছাড়া মহাসড়কের সইপাড়া মোড়ে দুই ধারে প্রচুর খড় বিক্রি হচ্ছে। খড় বিক্রি সরাসরি সমস্যা না হলেও তা লোড-আনলোড করা হচ্ছে মহাসড়কের ওপরেই। এতে পথচারী ও যানবাহন চালকদের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। একইসঙ্গে এসব খড়ের ভেতর থাকা সাদা ফুল বাতাসে উড়ে চালক ও যাত্রীদের চোখে পড়ছে, যা মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ দৃশ্য প্রশাসনের চোখে পড়লেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন- এ দৃশ্য কি বাংলাদেশ ট্রাফিক পুলিশের চোখে পড়ে না, নাকি তারা ইচ্ছাকৃতভাবেই চোখ বন্ধ করে আছে? যাত্রী, চালক ও সাধারণ মানুষ দ্রুত সমস্যার সমাধান এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।