ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৫:০৮ পূর্বাহ্ন

বাঘায় চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ ঝুঁকি বিকল্প পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বাঘা উপজেলা কমিটি। সভায় বাংলাদেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, চলনবিলে অসংখ্য নদী, খাল, পুকুর ও দীঘির সমাহার রয়েছে।

এটি বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দেশের অমূল্য জীববৈচিত্রের উৎস। প্রায় এক কোটিরও বেশি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে জীববৈচিত্র নষ্ট হবে, পানি প্রবাহ বন্ধ হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে।

চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ ঝুঁকি বিকল্প পরিকল্পনা শীষক মতবিনিময় সভায় বাংলাদেশ আন্দোলন বাপা বাঘা উপজেলা কমিটির সভাপতি প্রভাষক আব্দুস সালাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ নছিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল গনি মহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, বাঘা প্রেসক্লাব আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যপক সাইফুল ইসলাম, প্রভাষক নীরেন্দ্রনাথ সরকার, প্রভাষক আলী আযম, বাংলাদেশ আন্দোলন বাপা বাঘা পৌর শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রানু আক্তার প্রমুখ। আনুষ্ঠানটি পরিচলনা করেন বাপা বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা। আলোচনা সভা শেষে বাপা বাঘা উপজেলা কমিটির পক্ষ থেকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষ রোপণ করা হয়।