শিশুদের নিয়ে কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল বুধবার শিশুদের সাথে সিদ্ধান্ত গ্রহণকারীদের অংশীদারিত্বে রূপান্তরমূলক পরিবর্তন বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়।
অংশগ্রহণকারীরা শিশুদের মতামত ও অভিজ্ঞতাকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার উপায়, নিরাপদ ও শিশুকেন্দ্রিক কাঠামো গড়ে তোলার কৌশল এবং প্রাপ্তবয়স্ক-শিমু অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্র্ােপলিন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক, অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি প্রমুখ বক্তব্য রাখেন।
পাশাপাশি অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় কর্মশালার বিভিন্ন সেসন পরিচালনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন এসিডি প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল, আলী আহমেদ, আহসান সরকার রিপন। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিশুদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাদের সাথে যৌথভাবে কাজ করার উপায় খুঁজে বের করা এবং শিশু সুরক্ষায় প্রাপ্তবয়স্কদের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে উৎসাহিত করা।