বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে অগ্নিকাণ্ড

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সিএনজি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪টি পরিবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।
বুধবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, দুপুর একটার সময় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দ্বারা অগ্নিকাণ্ডে পর-পর চারটি বাড়িতে আগুন লাগে। পরিবার গুলো হলো- ঐ গ্রামের হাসমত আলী, আব্দুল লতিব, আশরাফুল ইসলাম ও আসকান আলী।
এসময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানো শুরু করেন। কিন্ত কোনভাবেই তারা সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেন না। পরক্ষণে পাশ্ববর্তী চারঘাট উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তারা সেই আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে চার বাড়ির ছয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়।