ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৪:৩৭ পূর্বাহ্ন

বাগমারায় প্রভাষক ওমর আলীকে বরখাস্তের দাবিতে ইউএনওকে অভিযোগ

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:06 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার নন্দনপুর টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজের হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিষয়ের প্রভাষক কারাবন্দি ওমর আলীকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এলাকাবাসীর পক্ষে বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের সাহার আলীর ছেলে মোজাম্মেল হক বাদী হয়ে গতকাল বুধবার অভিযোগটি করেছেন। ওই অভিযোগে এলাকাবাসীর পক্ষে চিকাবাড়ী-নন্দনপুর এলাকার আমিনুল হক, আসলাম আলী, খয়বর আলী, নাজমুল হক, সোহেল রানা ও মামুনসহ আরও অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষর করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নন্দনপুর টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজের হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিষয়ের প্রভাষক ওমর আলী অপহরণ চক্রের একজন সক্রিয় সদস্য। তার নেতৃত্বে বাগমারার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সোহেল রানাকে গত ২৫ আগস্ট রাজশাহী কোর্টের মেইন গেটের সামনে থেকে অপহরণ করে। এরপর নগরীর একটি পরিত্যক্ত ঘরে আটকিয়ে রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এই ঘটনায় মহানগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা প্রভাষক ওমর আলীসহ ওই চক্রের মোট ৮ জন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওমর আলীর বিরুদ্ধে পাহারাদারকে বেঁধে রেখে পুকুর থেকে নয় লাখ টাকার মাছ লুট, চাঁদাবাজি, পুকুর দখল এবং বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুত্বর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অপরহণ করে মুক্তিপণ দাবি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

বর্তমানে সে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। তার এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তার কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। তাছাড়া সে কারাগারে বন্দি থাকায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই কারাগারে বন্দি থাকা অপহরণ চক্রের মূল হোতা ঘৃন্য অপরাধী প্রভাষক ওমর আলীকে তার পদ থেকে দ্রুত অপসারণ করে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জানান অভিযোগকারীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, প্রভাষক ওমর আলীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। বর্তমানে সে কারাগারে বন্দি রয়েছে। এ কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। কাজেই তাকে বরখাস্তের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।