ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ১:৫০ পূর্বাহ্ন

নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানো নিয়ে ম্যানেজারে সাথে মতবিনিময়

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:10 pm

চারঘাট প্রতিনিধি: অবশেষে নন্দনগাছী রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে আন্দোলন সফল হতে চলেছে। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশন চালু করা এবং আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে রাজশাহী রেলওয়ে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চলের সাথে আন্দোলনকারীদের মতবিনিময় হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী রেলের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এর সাথে মতবিনিময় করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইঈ চাঁদ।

এসময় তার সাথে ছিলেন, সারদা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সমন্বয়ক তারিকুল ইসলাম জনি, নন্দনগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, সমন্বয়ক জিল্লুর রহমান, সানাউল ইসলাম বাবু, আশরাফুল ইসলাম বাবু, মাইনুল ইসলাম, সাব্বির আজিম, ইমাম আহমেদ মুকুট, রকি আহমেদ, আলিফ, জুবায়ের আহমেদ, জিল্লুর রহমান, জুবায়ের মোহাম্মদ সানীফ প্রমুখ।

আবু সাইদ চাঁদ বলেন, নন্দনগাছীতে আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতিতে চারঘাট, বাঘা, পুঠিয়াদর লক্ষ লক্ষ জনগণ উপকৃত হবে। রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, এ মাসের শেষের দিকে নন্দনগাছী রেলস্টেশন পুনরায় চালু করবো, ২ জন মাস্টার ও ২ জন পয়েন্ট ম্যান নিয়োগ দেয়া হবে। উল্লেখ্য, যে চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনে দীর্ঘদিন ধরে ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসী আন্দোলন করে আসছিলো। তারই ফলশ্রুতিতে এই মতবিনিময় সভায় রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।