ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ১:৫০ পূর্বাহ্ন

নগরীতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: নগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি ঘরে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র ছিঁড়ে ফেলে।

এতে বাড়ির মালিকের ছেলে ও দুই বোন আহত হন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গতকাল বুধবার রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছেলে জাহিদ হাসান রাকেস। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অভিযুক্ত জয়ের পরিবার এই জমির মালিকানা দাবি করছে। তাই জয়, মেরাজ, দুলাল ও সুজনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

জমি নিতে ব্যর্থ হয়ে চক্রটি বিপুল অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেয় তারা। তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এসিল্যান্ড অফিস থেকে একটি তদন্ত দল তাঁদের জমি পরিদর্শন করে।

তদন্ত দল চলে যাওয়ার কিছুক্ষণ পরই দুপুর পৌনে ১টার দিকে ওই চক্র তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালায়। “হামলাকারীরা আমার বাড়িতে ঢুকে সোনাদানা ও নগদ টাকা লুট করে। তারা দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং সিসি ক্যামেরাও নষ্ট করে ফেলে। হামলার সময় আমার ছোট ভাই ও দুই বোনকে তারা মারধর করে গুরুতর আহত করে।”

তিনি আরও জানান, জমি সংক্রান্ত মামলার বিষয়টি আদালতে বিচারাধীন। কিন্তু প্রতিপক্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে জবরদখলের চেষ্টা চালাচ্ছে। “আমরা আইন মেনে চলছি, অথচ তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের হয়রানি করছে,” বলেন তিনি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত জয়কে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।