রাজশাহীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
তিনি সোমবার তাঁর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন। জাতি গঠনের মূল কাজ শিক্ষকদের মাধ্যমেই হয় উল্লেখ করে তিনি তাদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফল ভিত্তিক পড়াশুনা দিয়েই তাদের মূল্যায়ন করা যাবে না, পাঠ্যক্রম বর্হিভূত কাজ দিয়েও মূল্যায়ন করতে হবে। এই কাজ সঠিকভাবে না করলে ভবিষ্যৎ আমাদের খুব একটা ভালো হবে না। আমরা শুধুমাত্র ডিগ্রিধারীদের ভারেই চাপা পড়ে যাব।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রায়হানুর ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল দশটায় দিবসটি উপলক্ষে ক্যালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।