ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৫ - ৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

দালালের মাধ্যমে ভিসার আবেদন না করতে আহ্বান সহকারী হাই কমিশনারের

  • আপডেট: Monday, September 8, 2025 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: ভারতে চিকিৎসা ভিসার জন্য কোনো দালালের মাধ্যমে আবেদন না করার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত দেশটির সহকারী হাই কমিশনার মনোজ কুমার। তিনি বলেন, দালালরা অনেক ভিসাপ্রার্থীকে জাল কাগজপত্র তৈরি করে দিচ্ছে যেগুলো যাচাই বাছাইয়ে ধরা পড়ছে। এমন ভিসাপ্রার্থীরা আইনগত জটিলতার পাশাপাশি কালো তালিকাভুক্তির মুখোমুখি হতে পারে।

সোমবার সকালে রাজশাহীর ইন্ডিয়ান ভিসা আপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোজ কুমার একথা বলেন। প্রয়োজনে ও জরুরি ক্ষেত্রে যথাযথ নথিপত্রসহ মেডিকেল ভিসাপ্রার্থীদের সরাসরি সহকারী হাই কমিশনে যোগাযোগের পরামর্শও দেন তিনি।

ভারতীয় সহকারী হাইকমিশনের তথ্য সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১৫০টি ভিসা আবেদন জমা পড়ে রাজশাহীতে। এর মধ্যে অন্তত ৩০টিতে ধরা পড়ছে জাল কাগজ। খ্যাতনামা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নাম ব্যবহার করে বানানো হচ্ছে এসব রিপোর্ট। ফলে ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, আর সাধারণ মানুষ পড়ছেন মারাত্মক ভোগান্তিতে।

ভিসা সেন্টারের এক কর্মকর্তা বলেন, কিছু অসাধু দালাল মানুষের সরলতাকে কাজে লাগাচ্ছে। তারা মোটা অঙ্কের টাকা নিয়ে নকল প্রেসক্রিপশন ও রিপোর্ট বানিয়ে দেয়। অনেক সময় ভিসা মিলে গেলেও ভারতে গিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। ইতোমধ্যে এমন একাধিক ঘটনা ঘটেছে। এজন্য ভিসার বিষয়ে আমরা বেশ কঠোরতা অবলম্বন করি, যাতে করে ভারতে গিয়ে কেউ ভোগান্তির শিকার না হন।

ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা মনোজ কুমার সতর্ক করে বলেন, সত্যিকারের কাগজ থাকলে ভিসা পেতে কোনো সমস্যা নেই। কিন্তু দালালদের মাধ্যমে গেলে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। ভুয়া কাগজ জমা দিলেই আমরা কঠোরভাবে তা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের প্রশাসনকেও এ বিষয়ে আরও কঠোর হতে হবে।