ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৩:৩৩ অপরাহ্ন

ঈশ্বরদীর বালুমহালে গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ

  • আপডেট: Monday, July 14, 2025 - 12:12 am

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে আবার এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গুলিবিদ্ধ সোহান হোসেন (২৮) সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরী পাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ, বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈম্বরদীসহ বিভিন্ন এলাকার বালু মহালের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনী খ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়।

এই ঘাটে গত ৫ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী, যারা সারা দেশে ভাইরাল হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েক দিন থেমে ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবার ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। স্পিডবোর্ড ও নৌকার মাধ্যমে এসে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এ সময় ঘাস কাটতে গিয়ে সোহান হোসেন গুলিবিদ্ধ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।