রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সকল শ্রেণি-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি রোববার রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দোকার আজিম আহমেদ এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে তারা কমিশনারের সামনে ৩৮ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে গণশুনানী ব্যাতিরেকে রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, সেই হোল্ডিং ট্যাক্স কমানো, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি কমানো, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, অটো ও অটোরিকশা চালকদের ট্রাফিক আইন বিষয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে অটো সিগন্যাল ব্যবস্থা চালু, পথচারীদের চলাচল নির্বিঘ্নে ও যানজট নিরসনে ফুটপাত ও রাস্তার ওপর হকার ও ব্যবসায়ীদের পুণর্বাসন সাপেক্ষে তুলে দেয়া, স্কুল ও কলেজগামী ছাত্রীদের রাস্তায় চলাচল ও বখাটে ছেলেদের ইভটিজিং এর কবল থেকে রক্ষা করা, রেলগেট, ভদ্রা ও তালাইমারী এবং কোর্টসহ সকল জনবহুল এলাকায় যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, সুপেয় পানি এবং গণসৌচাগার স্থাপন করা, সকল স্কুল এবং কলেজগুলোতে সৌচাগারসহ সকল সংস্কার করা।
এছাড়াও কৃষি উন্নয়ন ব্যাংকের ৫২ হাজার কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মধ্যেদিয়ে প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বন্ধ রেশম শিল্প কারখানাকে পুনরায় চালু করা, বন্ধ পাটকল পূর্ণ উদ্যোগে চালু করা, কৃষকদের সমবায় ভিত্তিতে সংগঠিত করে কৃষকদের জন্য কৃষি বাজার প্রতিষ্ঠা করে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। খাল-বিল, পুকুর, পুনঃখনন করা, মরুকরণ রুখতে ব্যাপক বৃক্ষ রোপণ করা ও রাজশাহী অঞ্চলের সকল ঐতিহাসিক স্থাপনাসমূহ সংস্কার ও সংরক্ষণ করতে হবে।
দাবিগুলো বিভাগীয় কমিশনার মনোযোগ সহকারে শোনেন এবং এগুলো বাস্তবায়নে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, অত্র কমিটির উপদেষ্টা ও ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, প্রকৌশলী ড. আখতার উজ্জামান. অ্যাডভোকেট জমসেদ আলী, অ্যাডভোকেট মুকুল নবীবুর রহমান ননী, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সুজন, বেলাল হোসেন, কল্পনা রায়, রবিউল ইসলাম, নুরুল হক, ওলিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল বাশার পল্টু।