রাজশাহীতে সুজনের নাগরিক সংলাপ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী এ সংলাপের আয়োজন করে দেশের সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন সুজন।
রাজশাহী পোস্টাল একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপের মূল প্রতিপাদ্য ছিল ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’। এতে অংশ নেন বিভিন্ন জেলার সুজন নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের রাজশাহী বিভাগের সভাপতি শফি উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, ‘জাতীয় সনদ হচ্ছে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ঘোষণা। এ সনদের মাধ্যমে নাগরিকরা তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা ও মানবিক মর্যাদা সংক্রান্ত দাবি স্পষ্টভাবে উত্থাপন করতে পারে। দেশের উন্নয়নে এই সনদ বাস্তবায়ন জরুরি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুজন রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ, সুজন মহানগরের সভাপতি পিয়ার বখশ মন্ডল, মহানগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পাবনা জেলার সভাপতি আব্দুল মতিন খান, নাটোর জেলার সভাপতি খগেন্দ্রনাথ রায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। তারা বলেন, ‘দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে।
দেশের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন থেকে শুরু করে স্থানীয় সরকার ব্যবস্থার সকল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।’
আলোচনা সভায় নাগরিকদের ন্যায্য অধিকার, জনগণের মৌলিক চাহিদা, নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা, স্থানীয় সরকারের স্বশাসন ও জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন প্রকল্পে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ‘জাতীয় সনদে’ কী কী দাবি যুক্ত থাকবে তা নিয়েও সুস্পষ্ট মতামত উপস্থাপন করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে নাগরিক সংলাপের সার্বিক সুপারিশমালা লিখিতভাবে সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সুজনের এই উদ্যোগ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বড়ো ভূমিকা রাখবে।