ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৮:৫৩ পূর্বাহ্ন

মোহনপুরের সাবেক চেয়ারম্যান আলী সরদার আর নেই

  • আপডেট: Monday, July 14, 2025 - 1:02 am

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)।

তিনি ব্রেইনস্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর।

তিনি এক ছেলে এক মেয়ে, স্ত্রী, রাজনৈতিক সহকর্মী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।  রোববার বাদ মাগরিব মোহনপুরের পাকুড়িয়া মহাবিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম আলী ও কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি, সাবেক মেয়র আলাউদ্দিন আলোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।