ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৯:১৭ পূর্বাহ্ন

ভোলাহাটে ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদ জানিয়ে ঢাকায় চিঠি

  • আপডেট: Monday, July 14, 2025 - 1:09 am

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মোড়ের দক্ষিণে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন এর বিরুদ্ধে নাসরিন আরা পারভিনের মামলা দায়েরের প্রতিবাদে স্থানীয়রা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছেন।

উপজেলার বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনটি নির্মিত হওয়ায় সাধারণ জনগণের উপকারে আসবে।

বিশেষ করে তাদের কষ্টলাঘব, ন্যায্য মূল্য ও সাশ্রয়ী হবে। স্থানীয় সচেতনমহল বলছে, ভোলাহাট উপজেলার জনগণকে তাঁদের বিভিন্ন তেলের চাহিদা মিটাতে পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলা হতে ২৩ কিলোমিটার ও আরেকদিকে শিবগঞ্জ উপজেলার ২৮ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে এ তেল সংগ্রহ করতে হতো, যা অত্যন্ত কষ্টকর ও ব্যয়বহুল। ভোলাহাট ফিলিং স্টেশনটি হওয়ায় এসব কষ্ট আর ব্যয় থেকে সাশ্রয়ী হতে সাফল্যের মুখ দেখছে স্থানীয় জনগণ।

উল্লেখ্য, নাসরিন  আরা পারভিনের বাবা ও তাঁর আপন ফুপাতো ভাই দেলোয়ার হোসেন খাঁন ওরফে পিয়ার স্থানীয় যুবলীগের সভাপতি অনেক আগে থেকেই মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত মামলা করে বিরোধিতা করে আসছিল বলে লিখিত প্রমাণ রয়েছে। ভোলাহাট ফিলিং স্টেশনটির বিরুদ্ধে আনিত রিট মামলাটি দায়ের হওয়ায় উপজেলার সর্বস্তরের জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর যথাযথ সঠিক সুরাহা চেয়েছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।