নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর যুবদল ও রাজপাড়া থানা যুবদল।
রোববার নগরীর লক্ষীপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদল ও রাজপাড়া থানা যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ, রাজশাহী মহানগর যুবদলের সদস্য রবিন হোসেন ও মোহন আলীসহ মহানগর ও থানা যুবদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ককটেল হামলা ও কুরুচিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। বক্তারা এ ধরনের সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।