ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৭:০৯ পূর্বাহ্ন

তানোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Monday, July 14, 2025 - 12:24 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সামাজিক উন্নয়ন সংগঠন একতা যুব সংঘ’র নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে থেকে বিকাল পর্যন্ত তানোর বিল কুমারী বিলে ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের ধারে ফলজ, বনজ এবং ওষুধিসহ বিভিন্ন প্রজাতির ২শটি গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিমসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে স্বাগতম জানিয়ে তানোর উপজেলা বন কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, একতা যুব সংঘ তাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপণ করে একটি উদাহরণ সৃষ্টি করেছে। যা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আগামীতে যুবকরা এ ধরনের সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে যুবকদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।