ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৯:৪০ পূর্বাহ্ন

ইনসাব’র মৃত সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

  • আপডেট: Monday, July 14, 2025 - 1:37 am

স্টাফ রিপোর্টার: গতকাল রোববার সপুরাস্থ ইনসাব এর প্রধান কার্যালয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক মরহুম মাসুদ এর স্ত্রীর হাতে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজি: নং বি-১৯৭১, রাজশাহী জেলা শাখার মাসুদ নামে এক শ্রমিক কিছুদিন পূর্বে কাজ করার সময় অসাবধানতাবশত: ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে পরিবারের লোকজন অসহায় হয়ে পড়লে বাড়ির মালিক তৌফিক আহম্মেদ মাসুম, এক লক্ষ বিশ হাজার টাকা, হেড রাজমিস্ত্রি রফিকুল ইসলাম পঞ্চাশ হাজার টাকা এবং হেড রড মিস্ত্রি শাহীন পঞ্চাশ হাজার টাকা নিহত মাসুদ এর পরিবারকে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।

টাকা প্রদানকারীগণ উপস্থিত থেকে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী, কাজীম আলী ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম  সরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।