সীমান্তে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ফেনসিডিল

গোদাগাড়ীতে তৎপর মাদক ব্যবসায়ীরা:
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যেই চলছে ফেনসিডিলের বেচাকেনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন বসছে অঘোষিত ফেনসিডিলের হাট। দামি প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে শহর থেকে আসছেন তরুণ-যুবকরা। গাড়ির ভেতরেই ফেনসিডিল সেবন করে খালি বোতল ফেলে দ্রুত সরে পড়ছেন তারা।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা ফেনসিডিল সহজেই পৌঁছে যাচ্ছে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে। এরপর সেখান থেকে ছোট ছোট পাইকারি ও খুচরা বিক্রেতারা সকাল থেকে রাত পর্যন্ত প্রকাশ্যে বিক্রি করছেন।
সুইচগেট, লস্করহাটি, কামারপাড়া, সুলতানগঞ্জ, হলের মোড়, মহিশালবাড়ি, মাদারপুর, সারাংপুর, ভগবন্তপুর, মাটিকাটা, ফুলতলা, বিদিরপুর, কালিদিঘী, রাজাবাড়ীহাট, আলীপুরসহ অন্তত ১৫টির বেশি পয়েন্টে এভাবে প্রতিদিনই চলে মাদক বাণিজ্য।
স্থানীয় একজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন এখান দিয়ে শত শত বোতল ফেনসিডিল বিক্রি হয়। শহর থেকে ছেলেরা এসে গাড়িতেই নেশা করে। এখানে থামিয়ে রাখতে গেলে উল্টো ঝামেলায় পড়তে হয়।
অনেক অভিভাবক জানিয়েছেন, এলাকায় তরুণদের মধ্যে মাদকের প্রতি আগ্রহ বাড়ছে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী গোপনে এসব এলাকায় গিয়ে ফেনসিডিল সেবন করছে। এতে এলাকায় ছিনতাই, চুরি ও পারিবারিক অশান্তির ঘটনাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
মাদক ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ থাকার অভিযোগও রয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে অনেকে জানলেও ভয়ে মুখ খুলতে চাইছেন না। তবে স্থানীয়দের দাবি, শুধু অভিযান নয়, মাদক চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, চোরাপথ বন্ধ, তথ্যভিত্তিক অভিযান ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অভিযান জোরদার করতে হবে। তা না হলে গোদাগাড়ী সীমান্ত এলাকা মাদকের হাটে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।