ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৫:২৮ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে পূত্রবধূকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট: Monday, July 14, 2025 - 12:08 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট ইউনিয়নের ডোবরা এলাকায় অভিযান চালিয়ে শ্বশুর কর্তৃক পূত্রবধূকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি টুলু আলীকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের গাজলুর রহমানের ছেলে টুলু আলী। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন এক প্রেস বিফ্রিং এ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গত শনিবার রাত ১টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ডোবরা এলাকায় অভিযান চালিয়ে শ্বশুর কর্তৃক পূত্রবধূকে ধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামি টুলু আলীকে আটক করে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক আরও জানান, ভিকটিমের বয়স ১৮। প্রায় ৫ বছর আগে আসামি টুলু আলীর ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে হয়।

বিয়ের পর থেকে ভিকটিমের শ্বশুর টুলু আলীর লোলুপ দৃষ্টি পড়ে পুত্রবধুর উপর। টুলু আলী সুযোগ বুঝে বিভিন্ন সময় ভিকটিমকে অশ্লীল কথাবার্তা বলে উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার স্বামীসহ তার বাড়ির লোকজনদের জানালে আসামি দিন দিন বেপরোয়া হয়ে উঠে।

গত ২ জুন বাড়িতে ভিকটিমের স্বামী ও শাশুড়ি না থাকার সুযোগ আসামি টুলু আলী পূর্ব পরিকল্পিতভাবে সন্ধ্যা ৭টার সময় জোরপূর্বক ৪টি ট্যাবলেট ওষুধ ভিকটিমকে সেবন করায়।

ওষুধ খাওয়ানোর পরে ভিকটিম তার শয়ন ঘরে বিছানায় ঘুমিয়ে পড়লে আসামি ভিকটিমকে ধর্ষণ করে। পরে ভিকটিম তার নানা-নানির বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদেরকে আসামির কু-কর্মের কথা ফাঁস করে দেয়। তারপর হতে আসামি আত্মগোপন করে। গতকাল  রোববার তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।