ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ২:২৫ অপরাহ্ন

শিরোনাম

প্রবীণগণের সেবা কেন্দ্রের সাধারণ সভা ও সুধী সমাবেশ

  • আপডেট: Sunday, July 13, 2025 - 1:04 am

স্টাফ রিপোর্টার: প্রবীণগণের সেবা কেন্দ্র এর সাধারণ সভা ও সুধী সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী ডায়াবেটিক হাসপাতালের “ইসাহাক আলী কনফারেন্স রুমে সাধারণ সভা ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণগণের সেবা কেন্দ্র এর সভাপতি প্রফেসর শুভ্রা রানী চন্দ।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা: এস,এম,এ মান্নান, লায়লা রসন,  কোষাধ্যক্ষ ডা: আবুল বাসার, ডা: শিখা বিশ্বাস উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ডা: লুৎফর রহমান।