ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

ডা. নাজিব ওয়াদুদের দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান

  • আপডেট: Sunday, July 13, 2025 - 12:58 am

প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন।

শনিবার তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন সময় রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর জনপদ, দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি), ডেইলি টেলিগ্রাফ, ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। নাজিব ওয়াদুদ দেশের একজন বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক সরকারি ও বেসরকারি পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

তিনি গণঅভ্যুত্থান ২০২৪ চেতনা পরিষদ রাজশাহী, জুলাই ৩৬ পরিষদ রাজশাহী, রাজশাহী সংস্কৃতি কেন্দ্র, পরিচয় সংস্কৃতি সংসদ, রাজশাহী মানবকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য, পরিচালক, সভাপতি ও উপদেষ্টা। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগরী ইউনিটের নির্বাহী সদস্য।

তিনি একজন গবেষক। বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে এ পর্যন্ত তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।