ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

রুয়েটে অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • আপডেট: Sunday, July 13, 2025 - 1:01 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। কর্মসূচিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৪ টি বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৬ টি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

দমকল বাহিনী রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম সহ এই বাহিনীর দক্ষ কর্মীদের পরিচালনায় অগ্নি নির্বাপন সহ ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করা হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, আজ রোববার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৪ টি বিভাগের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ ও মহড়া কর্মসূচির সমাপ্তি হবে।