ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী সিটি প্রেসক্লাব’র সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, July 13, 2025 - 12:42 am

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেসক্লাবের নিয়মিত সভা  শনিবার দুপুরে রাজশাহী নগরীর ভূবনমোহন পার্ক সংলগ্ন প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছ।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু ও কার্য নির্বাহী কমিটির সদস্য রফিকুল হাসান ফিরোজ।

আরও উপস্থিত ছিলেন সদস্য মাইনুল হাসান জনি, আফরোজা খান হেলেন, হাফিজুর রহমান পান্না, সামিউল ইসলাম, ইউসুফ আলী চৌধুরী, রেজাউল মহিন তপন ও সিরাজুল ইসলাম মতিন। সভায় সাংগঠনিক কার্যক্রম, ক্লাবের আয় বৃদ্ধি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতি বলেন, রাজশাহী সিটি প্রেসক্লাব বরাবর একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত একটি ক্লাব।

এখন আরো বেশি সুশৃঙ্খল ও সুসংগঠিত  হয়েছে। সেই সাথে হয়েছে ক্লাবের একটি সুন্দর কার্যালয়। ক্লাবের ব্যায় নির্বাহ করতে আয়বৃদ্ধি করা প্রয়োজন। এজন্য ক্লাবের সকল সদস্যকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায়, পহেলা আগস্ট সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য একটি উদযাপন কমিটি গঠন করা হয়।

এই কমিটির আহ্বায়ক হলেন কার্য নির্বাহী কমিটির সদস্য রফিকুল হাসান ফিরোজ ও সদস্য সচিব সদস্য মাইনুল হাসান জনি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, প্রেসক্লাবের সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য।