ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট: Sunday, July 13, 2025 - 12:14 am

বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীতের লিখা ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বাগমারা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান।

বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতের প্রবীন রাজনীতিবিদ ডা. মোহাম্মদ আব্দুল বারী, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারি, বাগমারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা এনসিপির আহ্বায়ক আলী মর্তুজা, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুল ইসলাম ও বইটির লেখক ড. মুহাম্মদ আব্দুল মুমীত প্রমুখ।