পুলিশ লাইন্স স্কুলের কৃতী শিক্ষার্থীদের আরএমপি কমিশনারের অভিনন্দন

স্টাফ রিপোর্টার: নগরীর শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন গভর্নিং বডির সভাপতি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
শনিবার বিকালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে সাক্ষাতকালে পুলিশ কমিশনার তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিয়মিত অধ্যয়ন করে এই সাফল্য অর্জন করেছো। এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত নয়, বরং প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজেরও গৌরবের বিষয়।
আগামীতে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষাগ্রহণ করে সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম।