ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৭:০৫ পূর্বাহ্ন

পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু ও ঈশ্বরদী বিমানবন্দর চালুর দাবি

  • আপডেট: Sunday, July 13, 2025 - 11:58 pm

পাবনা প্রতিনিধি: পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরের প্রধান সড়ক চার লেন নির্মাণ, আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শেকড় পাবনা ফাউন্ডেশনের আয়োজনে রোববার সকালে শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমে এসেছি। দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে। কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে দু’ঘণ্টার পথ ১৫ মিনিটে পারাপার হওয়া যাবে।

ঈশ্বরদী ইপিজেড, রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা হোক। যানজট নিরসনে পাবনা শহরের প্রধান সড়ক চার লেন করতে হবে।  যে কোন মূল্যে পাবনা ঢাকা ট্রেন চালু করতেই হরে। তাছাড়া এটার জন্য সংশ্লিষ্টদের চরম মূল্য দিতে হবে।

পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমে এসেছি। দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করার দাবি জানান বক্তরা।

একই সাথে অন্যান্য দাবি পূরণের দাবি জানান বক্তারা। শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জামায়াতের পৌর আমির আব্দুল লতিফ, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান,আইডিয়াল গ্রুপের পরিচালক সিরাজুল ইসলামসহ অনেকে।