দলিল লেখক সমিতি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির নেতারা।
শনিবার দুপুরে উপজেলার নিতামতপুর কমিউনিটি ও কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ জুন কাজী সামসুল আলম নামের এক ব্যক্তি দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেনের কাছে দুটি দলিল করেন।
দুটি দলিল করে নির্ধারিত খরচের তুলনায় তাঁকে কম অর্থ প্রদান করেন। এর আগেও ওই ব্যক্তি বিভিন্ন সময়ে রেজিষ্ট্রি করার জন্য দলিল লেখক মোজাফফর হোসেনের কাছে দলিল নিয়ে আসেন এবং তিনি দলিল প্রতি কমিশন ও চাঁদা দাবি করেন।
দলিল লেখক মোজাফফর দাবি করা অর্থ দিতে অস্বীকার করায় সামসুল প্রথমে তার নিজ ফেইসবুক আইডি থেকে রেজিষ্ট্রি অফিস ও সমিতির নামে মিথ্যা অপপ্রচার চালাতে থাকেন। শুধু তাই নয় তিনি গত ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে দলিল লেখক মোজাফফর ও রেজিষ্ট্রি অফিসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।
কাজী সামসুল আলমের ঈন্ধনে এক সাংবাদিক নিয়ামতপুর রেজিষ্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ করে। ওই প্রতিবেদক দলিল লেখক সমিতির সভাপতির মুঠোফোনে যোগাযোগ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার, ইদ্রিস আলী জিয়াউল হক, ইমাম হোসেন, সচিন, আব্দুল গালিবসহ অন্যান্য নেতারা।