ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

তিনটিতে কেউ পাস করেননি, একটিতে কোনো পরীক্ষার্থীই নেই

  • আপডেট: Sunday, July 13, 2025 - 12:00 am

নওগাঁর মহাদেবপুর:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় তিন মাদ্রাসা থেকে কেউ পাস করেননি, এক মাদ্রাসার ভোকেশনাল শাখায় কোন পরীক্ষার্থীই নেই, আর চার হাইস্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, উপজেলার সফাপুর ইউনিয়ন আলীম মাদ্রাসা থেকে ১৬ জন, সোনাকুড়ি মালাহার মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন ও পশ্চিম গোসাইপুর দাখিল মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও এসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি। উপজেলার মোট ২৮টি মাদ্রাসা থেকে এবার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ১৫০ জন পাস করেছেন। এদের মধ্যে মাত্র ১ জন পেয়েছেন জিপিএ-৫। পাসের হার ২৫ দশমিক ৮২। রেজাল্টের শীর্ষে রয়েছে জাহাঙ্গীরপুর ইসলামীয়া আলীম মাদ্রাসা। এখান থেকে ২৬ জন অংশ নিয়ে ১ জন জিপিএ-৫ সহ পাস করেছেন ১৬ জন। পাশের হার ৬১ দশমিক ৫৩। সবচেয়ে কম পাসের হার ৫ দশমিক ৫৫ সমাসপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার। এখান থেকে ১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ১ জন। এছাড়া বিনোদপুর দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন ও জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসা থেকে ১০ জন অংশ নিয়ে পাস করেছেন ১ জন করে, ফরমানপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, বিনোদপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন ও রামরায়পুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন অংশ নিয়ে পাস করেছেন ২ জন করে, ফতেপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন ও পাঘা বছির উদ্দিন ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন অংশ নিয়ে পাস করেছেন ৩ জন করে এবং চৌমাসিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে ২৬ জন, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর খাইরুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ১৮ জন ও প্রসাদপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪ জন করে।

উপজেলার কারিগরি শাখার ৭টি প্রতিষ্ঠান থেকে মোট ২৩৬ জন অংশ নিয়ে ৭ জন জিপিএ-৫ সহ মোট ২১২ জন পাস করেছেন। পাশের হার ৮৯ দশমিক ৮৩। সবচেয়ে ভালো রেজাল্ট রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার। এখান থেকে ৮২ জন অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫ সহ পাস করেছেন ৭৮ জন। পাসের হার ৯৫ দশমিক ১২। উপজেলার চারটি উচ্চ বিদ্যালয় থেকে এবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। এগুলোর মধ্যে খাঁপুর হাজী দানেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৫৪ জন অংশ নিয়ে ৮ জন জিপিএ-৫ সহ শতভাগ, আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন অংশ নিয়ে ২ জন জিপিএ-৫ সহ শতভাগ, মালাহার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন অংশ নিয়ে ১ জন জিপিএ-৫ সহ শতভাগ ও মাতৃমঙ্গলা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছেন।

উপজেলার ৪৭ টি উচ্চ বিদ্যালয় থেকে ২ হাজার ৩৮৪ জন অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৮৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ২২১ জন। সবচেয়ে বেশি ৯৪ দশমিক ৪৪ শতাংশ পাস করেছেন শালবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকে ৫৪ জন অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫ সহ পাস করেছেন ৫১ জন। সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি পাস করেছেন মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকে সর্বোচ্চ ২৮৮ জন অংশ নিয়ে ৬৮ জন জিপিএ-৫ সহ পাস করেছেন ২৪২ জন। দ্বিতীয় সর্বোচ্চ সরস্বতিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জন অংশ নিয়ে ৯ জন জিপিএ-৫ সহ পাস করেছেন ১০৫ জন এবং তৃতীয় সর্বোচ্চ জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন অংশ নিয়ে ৯ জন জিপিএ-৫ সহ পাস করেছেন ৭৪ জন।