ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে

  • আপডেট: Sunday, July 13, 2025 - 1:21 am

সোনালী ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় কার্যালয়ের (সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল অফিস বা সিয়েরো) পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সংবাদমাধ্যম হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি, ভুয়া তথ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার মাস আগে দুটো মামলা দায়ের করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার ধারাবাহিকতায় গত শুক্রবার তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সিয়েরোর ওয়েবসাইটে পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের নাম প্রত্যাহার করা হয়নি বা নতুন ভারপ্রাপ্ত পরিচালকের বিষয়ে তথ্য যুক্ত হয়নি। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানোম ঘ্যাব্রেইসাস সংক্ষিপ্ত এক মেইলের কথা উল্লেখ করা হয়েছে যেখানে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তার স্থলাভিষিক্তকরণের বিষয়ে কর্মীদের জানানো হয়।

সিয়েরোর পরিচালক হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব ড. ক্যাথরিনা বোয়েম। তিনি মঙ্গলবার কাজে যোগদান করতে দিল্লি যাবেন। প্রতিবেদন অনুযায়ী, ওই মেইলটি কেবল অভ্যন্তরীণভাবে সব কর্মীকে অবগত করার জন্য প্রেরণ করা হয়েছে।

গত বছর জানুয়ারিতে সিয়েরোর দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ওই পদপ্রাপ্তিতে নিজের মা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেছেন সায়মা। দুদকের অভিযোগে আরও বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে লড়াইয়ের সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড এবং যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য প্রদান করেছেন সায়মা।

তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সম্মানজনক পদে (অনারারি রোল) থাকার দাবি করেছিলেন তিনি। তবে ওই তথ্যকে দুদকের কাছে ভুয়া বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম এসব অভিযোগের বিস্তারিত লিখেছেন বলে প্রতিবেদনে বলা হয়।