ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১১:৫৪ অপরাহ্ন

জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহিদ মিনারুলের রুহের মাগফেরাত কামনা

  • আপডেট: Sunday, July 13, 2025 - 1:28 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী নগরীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই- আগস্ট ২৪ গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহিদ পরিবারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর নগরীর গুড়িপাড়া এলাকায় শহিদ মিনারুলের বাসাসংলগ্ন গোলজারবাগ স্কুলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদউদ্দিন আক্তারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সালাহউদ্দীন বাদলের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মহানগরীর নায়েবে আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর)  আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও মহানগরী জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক কামারুজ্জামান সোহেল।

দোয়া মাহফিল থেকে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি শহীদ মিনারুল এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর উদাত্ত আহ্বান জানান।