ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন

এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপানে শিক্ষার্থীর আত্মহনন

  • আপডেট: Sunday, July 13, 2025 - 12:32 am

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার ফেল করায় বিষপানে আত্মহত্যা করেছে জেসমিন খাতুন ওরফে জেমি (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী।

শনিবার দুপুরে উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী জেমি একই গ্রামের বাসিন্দা জেরু মণ্ডলের মেয়ে এবং সে কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয় জেমি।

এর পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার সকালে নাশতার পর পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরে দুপুরে খাবারের সময় জেমির মা তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন মেঝেতে তার নিস্তেজ দেহ পড়ে আছে এবং মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে।

নিহতের বাবা জেরু মণ্ডল বলেন, ফলাফলে ফেল করায় আমার মেয়ে প্রচণ্ড মানসিক কষ্টে ছিল। আমাদের অজান্তেই সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। বিষপানে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।